চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ ঘোষণা

Mostafizur Rahman
Mostafizur Rahman

Mostafizur Rahman is a professional content writer at CrawlText, specializing in SEO articles, blog posts, and web copy that drive engagement and conversions. With experience crafting clear, audience-focused content for almost all the niches, he delivers well-researched, optimized pieces on deadline. He combines editorial rigor with keyword strategy to boost traffic, authority, and reader retention across blogs, platforms, and newsletters.

চাঁদপুর জেলার খ্যাতনামা সাহিত্য সংস্কৃতি সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি প্রতি বছরের ন্যায় এবারও শিল্প-সাহিত্যের গুণিমানুষদের উৎসাহ যোগানোর অংশ হিসেবে দেশের সংস্কৃতি বিকাশের লক্ষ্যে বিভিন্ন শাখায়  ৮ জনকে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রদানের ঘোষণা করেছে। আজ ১২ নভেম্বর (শনিবার) বিকেলে চাঁদপুর জেলা শহরের কস্তুরি চাইনিজ রেস্টুরেন্টে চর্যাপদ সাহিত্য একাডেমি ২০২২ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন  একাডেমির মুখপাত্র মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

এবছর বিভিন্ন শাখায় পুরস্কার প্রাপ্তরা হলেন- কবিতা শাখায় হেনরী স্বপন, কথাসাহিত্য শাখায় পলাশ মজুমদার, গবেষণা সাহিত্য শাখায় রকিবুল হাসান, প্রবন্ধ শাখায় পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদ শাখায় মাসুদুল হক, শিশুসাহিত্য শাখায় হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্প শাখায় সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠক শাখায় সুমা ভৌমিক।

একাডেমির উপকমিটি ‘উদযাপন পরিষদ’ আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফের ব্যবস্থাপনায় ও পুরস্কার জুড়িবোর্ড প্রধান সমন্বয়ক শিউলী মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি নুরুন্নাহার মুন্নি, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি প্রমুখ।

এসময় চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নি বলেছেন, আগামী ১৯ নভেম্বর বেলা ১১টায় চাঁদপুর রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত গুণিজনদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি তাঁর বক্তব্যে বলেছেন, আগামী শনিবার ১৯ নভেম্বর পুরস্কার প্রদানের  অুনষ্ঠানের আয়োজন নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এ বিষয়ে প্রয়োজনীয় সকল কর্মযজ্ঞ নির্বাহ করার জন্য অনুষ্ঠান ও আয়োজন বিষয়ক উপ-কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। উপ-কমিটির সকল কাজ আমরা তদারক করছি। অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

উদাযাপন উপকমিটির আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফ এ সময়  বলেন, ২১শে পদক প্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকসহ জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কবি লেখকের উপস্থিতিতে ১৯ নভেম্বর সকালে এ পুরস্কার তুলে দেয়া হবে। এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত লেখাপাঠ, আলোচনা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে।

চর্যাপদ সাহিত্য একাডেমি ২০১৯ থেকে নিয়মিত চর্যাপদ একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। এর আগে ড. তপন বাগচী, কথাসাহিত্যিক শাহেদ কায়েস, কবি ফারহানা রহমান, কবি মিলু শামস, কবি সৈয়দ শিপুল, কবি ও ছাড়াকার অদ্বৈত মারুত, কবি রহমান হাবিব,  কবি স্বরূপ রতন দত্ত, কবি বীরেন মুখার্জী, কথাশিল্পী হামিদ কায়সার, কবি জামসেদ ওয়াজেদসহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন কবি, লেখক, কথাশিল্পী ছাড়াও দেশের বিভিন্ন জেলার প্রায় শতাধিক কবি লেখক আমন্ত্রিত হবেন। এদিন চাঁদপুর জেলা শহর শিল্পসাহিত্যের এক মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ আয়োজকদের।

-প্রেস বিজ্ঞপ্তি

Mostafizur Rahman
Mostafizur Rahman

Mostafizur Rahman is a professional content writer at CrawlText, specializing in SEO articles, blog posts, and web copy that drive engagement and conversions. With experience crafting clear, audience-focused content for almost all the niches, he delivers well-researched, optimized pieces on deadline. He combines editorial rigor with keyword strategy to boost traffic, authority, and reader retention across blogs, platforms, and newsletters.

Scroll to Top