ইনস্টাগ্রাম রিলসে নতুনত্ব
ইনস্টাগ্রাম রিলস দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। এই জনপ্রিয়তাকে পুঁজি করে আয় করছেন ইন্সটাগ্রামের কনটেন্ট ডেভেলপাররা। এবার দর্শকের মাঝে আরও আকর্ষণীয় উপায়ে রিলস উপস্থাপনে যুক্ত হচ্ছে নতুন ফিচার।
এখন থেকে ইনস্টাগ্রামে ‘ট্রেন্ড’ অপশন পাওয়া যাবে। দর্শকরা সেখানে রিফ্রেশ দিলেই ট্রেন্ডের রিলস তাদের ইনস্টাগ্রামের হোমপেজে হাজির হবে। এর আওতায় আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে জনপ্রিয় কিংবা ভাইরাল রিলসগুলো।
দর্শকরা যেমন মজার মজার ভিডিও দেখার সুযোগ পাবে, তেমনি রিলস নির্মাতাদেরও আয় বাড়বে। রিলসের রিচ বাড়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত ‘হ্যাশট্যাগ’-এর খোঁজ দেবে রিলস। এতে কনটেন্ট নির্মাতারা বুঝবেন, ট্রেন্ডে থাকতে হলে কোন ধরনের ভিডিও বেশি বানাতে হবে। ভিডিও এডিটিংয়ে বাড়তি সুবিধা যোগ করতে স্ক্রিনের মধ্যে এডিটিং সংক্রান্ত বেশ কয়েকটি টুল যুক্ত হয়েছে।
দর্শকরা রিলস কতক্ষণ দেখেছেন, তাও জানতে পারবেন কনটেন্ট নির্মাতা। ট্রেন্ডিংয়ে থাকা মিউজিক কিংবা গান ইনস্টাগ্রামে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা যাবে।
সূত্র- সমকাল
আরও পড়ুন- ২ লাখ চাকরি দিচ্ছে অ্যাপল