বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানীসমূহ
মোবাইল ফোন (Mobile Phone) বলতে বুঝায় মুঠোফোন বা ভ্রাম্যমান ফোনকে। মোবাইল ফোনকে সেল ফোন (cell phone) বলা হয়। অর্থ্যাৎ ফোন আবিষ্কারে পরে দুইপ্রান্তের ফোন একটি অপরটির সাথে তারের সাহায্যে যুক্ত থাকতো। যাকে টেলিফোন বলা হতো। টেলিফোন আবিষ্কার হয় ১৮৭৬ সালে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এরপর টেলিফোনের অগ্রযাত্রার সাথে বিবর্তনের মধ্য দিয়ে ১৯৭৩ সালে মোবাইল ফোন আবিষ্কার করেন ডঃ মার্টিন কুপার ও জন ফ্রান্সিস মিচেলকে। তাঁরা দুজনেই মোটোরলা কোম্পানীতে কর্মরত ছিলেন। মোবাইল ফোন আবিষ্কারে পরে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই আলোড়নের স্রোতে বাংলাদেশেও যাত্রা শুরু হয় মোবাইল ফোন সেবার। ১৯৮৯ সালে বাংলাদেশের ১ম মোবাইল ফোন সেবা চালু হয়।
১৯৮৯ সালে প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড কোম্পানীর মালিকানায় “সিটিসেল” ব্র্যান্ড নামে বাংলাদেশে ১ম মোবাইল ফোন সেবা যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশে ৫টি মোবাইল ফোন অপারেটর কোম্পানী তাদের মোবাইল ফোন সেবা পরিচালনা করছে। গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক ও রবি। সিটিসেল কোম্পানীটি বিলুপ্ত হয়ে গিয়েছে।
গ্রামীণফোন (Grameenphone)
কোম্পানীর ধরণ- পাবলিক লিমিটেড
প্রতিষ্ঠাতা- ড. মুহাম্মদ ইউনুস ও ইকবাল কাদির
প্রতিষ্ঠাকাল- ১৯৯৭ খ্রিস্টাব্দ
সেবাসমূহ- টুজি, থ্রিজি, ফোরজি ও ফাইভজি মোবাইল সেবা, ইন্টারনেট, বায়োস্কোপ
প্রযুক্তি- জিএসএম
প্রধান নির্বাহী- ইয়াসির আজমান
সদরদপ্তর- বসুন্ধরা, ঢাকা
প্যারেন্ট প্রতিষ্ঠান- টেলিনর গ্রুপ ও গ্রামীণ টেলিকম
নম্বর সিরিজ- ০১৭ এবং ০১৩
র্যাং কিং- বাংলাদেশের সর্ববৃহৎ
ওয়েবসাইট- http://www.grameenphone.com
বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানীসমূহ
বাংলালিংক (Banglalink)
পূর্বনাম- সেবা টেলিকম
কোম্পানীর ধরণ- পাবলিক লিমিটেড
প্রতিষ্ঠাকাল-১৯৯৯ খ্রিস্টাব্দ
সেবাসমূহ- টুজি, থ্রিজি, ফোরজি ও ফাইভজি মোবাইল সেবা, ইন্টারনেট, টফি এপ
প্রযুক্তি- জিএসএম
প্রধান নির্বাহী- এরিক আস
সদরদপ্তর- গুলশান, ঢাকা
প্যারেন্ট প্রতিষ্ঠান- ভিওন
নম্বর সিরিজ- ০১৯ এবং ০১৪
র্যাং কিং- বাংলাদেশের তৃতীয় বৃহত্তম
ওয়েবসাইট- http://www.banglalink.net
রবি (Robi)
পূর্বনাম- একটেল (Aktel)
কোম্পানীর ধরণ- পাবলিক লিমিটেড
প্রতিষ্ঠাকাল- ১৯৯৭ খ্রিস্টাব্দ
সেবাসমূহ- টুজি, থ্রিজি, ফোরজি ও ফাইভজি মোবাইল সেবা, ইন্টারনেট, মাই রবি, ইয়োন্ডার
প্রযুক্তি- জিএসএম
প্রধান নির্বাহী- এম রিয়াজ রশিদ
সদরদপ্তর- গুলশান, ঢাকা
প্যারেন্ট প্রতিষ্ঠান- আজিয়াটা (Axiata) ও ভারতী এয়ারটেল (Airtel)
নম্বর সিরিজ- ০১৮ এবং ০১৬
র্যাং কিং- বাংলাদেশের ২য় বৃহত্তম
ওয়েবসাইট- http://www.robi.com.bd
বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানীসমূহ
এয়ারটেল (Airtel)
পূর্বনাম- ওয়ারিদ (Warid)
কোম্পানীর ধরণ- পাবলিক লিমিটেড
প্রতিষ্ঠাকাল- ২০০৭ খ্রিস্টাব্দ
সেবাসমূহ- টুজি, থ্রিজি, ফোরজি ও ফাইভজি মোবাইল সেবা, ইন্টারনেট, মাই রবি, ইয়োন্ডার
প্রযুক্তি- জিএসএম
প্রধান নির্বাহী- এম রিয়াজ রশিদ
সদরদপ্তর- গুলশান, ঢাকা
প্যারেন্ট প্রতিষ্ঠান- আজিয়াটা (Axiata) ও ভারতী এয়ারটেল (Airtel)
নম্বর সিরিজ- ০১৮ এবং ০১৬
র্যাং কিং- বাংলাদেশের ২য় বৃহত্তম
ওয়েবসাইট- http://www.bd.airtel.com
টেলিটক (Tetetalk)
কোম্পানীর ধরণ- রাষ্ট্রায়ত্ব
প্রতিষ্ঠাকাল- ২০০৪ খ্রিস্টাব্দ
সেবাসমূহ- টুজি, থ্রিজি, ফোরজি ও ফাইভজি মোবাইল সেবা, ইন্টারনেট
প্রযুক্তি- জিএসএম
প্রধান নির্বাহী- প্রকৌললী সাহাব উদ্দিন
সদরদপ্তর- গুলশান, ঢাকা
প্যারেন্ট প্রতিষ্ঠান- বিটিসিএল (BTCL)
নম্বর সিরিজ- ০১৫
র্যাং কিং- বাংলাদেশের ৪র্থ বৃহত্তম
ওয়েবসাইট- http://www.teletalk.com.bd
সিটিসেল (Citycell) বিলুপ্ত
কোম্পানীর ধরণ- প্রাইভেট লিমিটেড
প্রতিষ্ঠাকাল- ১৯৮৯ খ্রিস্টাব্দ
বিলুপ্তকাল- ২০১৬ খ্রিস্টাব্দ
সেবাসমূহ- টুজি, ইন্টারনেট
প্রযুক্তি- সিডিএমএ
প্রধান নির্বাহী- মেহবুব চৌধুরী
সদরদপ্তর- মহাখালী, ঢাকা
প্যারেন্ট প্রতিষ্ঠান- প্যাসিফিক টেলিকম ও সিংটেল (Singtel)
নম্বর সিরিজ- ০১১
র্যাং কিং- বাংলাদেশের ৬ষ্ঠ বৃহত্তম
ওয়েবসাইট- http://www.citycell.com.bd
আরো পড়ুন- ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কারের ইতিহাস