মানুষের চাকরির জায়গা দখল করবে চ্যাটজিপিটি
মানুষের চাকরির জায়গা নিয়ে নিচ্ছে চ্যাটজিপিটি। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, মাইক্রোসফট এর চ্যাটজিপিটি মানুষের চাকরির জায়গায় স্থান করে নেবে, যার ফলে চাকরি হারাবে বহু মানুষ। ইতিমধ্যে অনেক কোম্পানি কর্মীর পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেছে। চ্যাটজিপিটি ব্যবহারের ফলে কোম্পানীগুলোর হাজার হাজার ডলার অর্থ সাশ্রয় হচ্ছে।
ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যেসব কোম্পানী চ্যাটজিপিটি ব্যবহার করছে, তারা প্রায় ৪৮ শতাংশ অর্থ সাশ্রয় করতে পারছে।
প্রতিবেদনে আরো বলা হয়, রিজিওমবিল্ডার চ্যাটজিপিটি নিয়ে একটি গবেষণা পরিসংখ্যান করেছে। যেখানে ১০০০ জন বিজনেস লিডার অংশগ্রহণ করেছিলেন। দেখা গেছে তাদের মধ্যে অর্ধেকই চ্যাটজিপিটি ব্যবহার করছেন। অনেক কোম্পানিই কর্মীদের পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করছে।
তবে টিসিএস-এর প্রতিবেদন মতে, চ্যাটজিপিটি উৎপাদনশীলতা বাড়াবে। মানুষের চাকরি খাওয়ার পরিবর্তে সহকর্মী হিসেবে কাজ করবে।
সূত্র: সমকাল
আরও পড়ুন- সেরা এডনেটওয়ার্ক তালিকা