‘বসন্ত ফিরে আসে’ ইসমত আরা প্রিয়ার নতুন উপন্যাস

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে তরুণ কথাশিল্পী ইসমত আরা প্রিয়ার নতুন উপন্যাস ‘বসন্ত ফিরে আসে’। খ্যাতনামা প্রকাশনা সংস্থা অন্যধারা থেকে প্রকাশিত হয়েছে উপন্যাসটি। বইমেলার ৫৭-৬০ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এর প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মো. সাদিত উজ জামান। বইটির গায়ের মূল্য- ২৭০ টাকা।

‘বসন্ত ফিরে আসে’ সম্পর্কে বইটির লেখিকা ইসমত আরা প্রিয়া বলেন, ‘এই গল্পের প্রধান চরিত্র টগর নামের একটি মেয়ে। তাকে ঘিরে আবর্তিত হয়েছে পুরো গল্প। এ গল্পের প্রতি পাতায় পাতায় প্রশ্ন থেকেই যাবে। আমাদের জীবন বড়ই অদ্ভুত; আমরা যা চাই তা কখনোই পাই না, আর যা পেয়ে থাকি তা হয়তো কখনোই চাইনি। খুব খারাপ কিছু থেকে ফিরে আসার মতো অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। তবুও আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। জীবন যুদ্ধে লড়াইটা যেমনই হোক, টিকে থাকাটাই আসল। এমনই এক ফিরে আসার গল্প নিয়ে উপন্যাসটি লিখেছি।’

‘বসন্ত ফিরে আসে’ লেখিকার ৫ম উপন্যাস। তার ১ম উপন্যাস ‘কান্নাগুলোর প্রার্থনা’ ২০১৯ সালের বইমেলায় প্রকাশ করে বিদ্যানন্দ প্রকাশনী। বিদ্যানন্দ প্রকাশনী থেকে ২০২০ সালের বইমেলায় প্রকাশ হয় দ্বিতীয় উপন্যাস ‘আওয়াজ’। ২০২১ সালে প্রকাশনা সংস্থা অন্যধারা থেকে প্রকাশিত হয় তার তৃতীয় উপন্যাস ‘যাবজ্জীবন’। ২০২২ সালে প্রকাশনা সংস্থা অন্যধারা থেকে প্রকাশিত হয় চতুর্থ উপন্যাস ‘শঙ্খচিল’। এ ছাড়া একমাত্র কবিতাগ্রন্থ ‘নীলপদ্ম’ প্রকাশিত হয়েছে পুস্তক প্রকাশন থেকে।

 

বইমেলায় নতুন বই- কাজী একরামের ৩ নতুন বই

Similar Posts