শ্যামলী বিনতে আমজাদের ছড়া

বিরামের সময়

বিস্ময়সূচক প্রশ্নবোধক
কোলন, দাঁড়ি, ড্যাশ
কিংবা কোলনড্যাশ;
এই ছয়টি চিহ্নে থামো
১ সেকেন্ডে, ব্যস।

উদ্ধরণ আর কমার বেলায়
এবার থামো ততক্ষণ
১ বলাতে যতক্ষণ,
১ এর দ্বিগুণ সময় থামো
দেখলে পরে সেমিকোলন।

ইলেক বলে হাইফেন ভাই
ব্রাকেটে থামার দরকার নাই।

 

শূন্য

তোমার কাছে জমা ছিলো
আমার সময় গুলো,
আমানতের সময় বেঁচে
মনের সুখে দুলো।

তোমার শিরা-উপশিরা
জানান দিলো আজ,
আমায় তুমি ভুলে গেছো
পেয়ে নতুন কাজ ।

 

আরও পড়ুন- সাদাত হোসাইনের একগুচ্ছ অণুকবিতা

Similar Posts