সাহিত্য

প্যারাডক্সিক্যাল সাজিদ ২ বই রিভিউ

*বইঃ-প্যারাডক্সিক্যাল সাজিদ ২

*লেখকঃ-আরিফ আজাদ

*ধরণঃ-ইসলামিক আদর্শ ও মতবাদ

*ভাষাঃ-বাংলা

*প্রকাশণীঃ-গার্ডিয়ান পাবলিকেশন

*প্রথম প্রকাশঃ-একুশে বইমেলা ২০১৯

*মোট পৃষ্ঠাঃ-২৩৫

*মূল্যঃ-৩৬৯.০০ ৳

 

=>মাকড়সার জাল!হ্যাঁ!ঠিক মাকড়সার মতোই চারদিকে অবিশ্বাসীরা অবিশ্বাসের জাল বিছিয়ে চলছে নিত্যদিন।সেই জালটা এতোটাই চাতুরী আর মায়াতে ভরা যে,যারা একবার আটকে যায় সেই গেঁড়াকলে তাদের ফিরে আসার পথটা খুবই সংকীর্ণ  হয়ে উঠে।প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় পূর্ব পথে পুনরাগমন।তবু ও যারা সব সংকট কাটিয়ে অবিশ্বাসের মায়াজাল ছিন্ন করে ফিরে আসতে পারে সত্যের পথে;তারা হয়ে উঠে পরবর্তী জীবনে স্রষ্টার শ্রেষ্ঠ বান্দাদের একজন।হয়ে উঠে সত্যিকারের যুক্তিপ্রবণ ও বিশ্বাসী মানুষ।বেরিয়ে আসে ধর্মান্ধতা থেকে।আজকের পৃথিবী বড্ড কঠিন।এই কঠিন পৃথিবীর পিচ্ছিল পথে চলতে হলে জানতে হবে নিজেকে।নিজের অনুসরিত পথকে।নিজের আদর্শ কে।আর সেসব জানতে গিয়ে কেবল শাব্দিক কুরআন-হাদীসের   অধ্যয়নই যথেষ্ট নয়।জানতে হবে ঐশ্বরিক বাণীর ব্যাখ্যা।পড়তে হবে ব্যাখ্যা গ্রন্থ।হতে হবে বিজ্ঞান মনষ্ক।তবেই নিজের চলা পথকে বিচার করা যাবে।পথ ভুল হলে সত্যিকারের পথ বাছাই করে সে পথে চলা যাবে।এতোকিছুর জন্য চাই একটি জিনিস তা হলো পড়া।ধর্ম নিয়ে পড়া।ধর্মতত্বের ছাত্র না হলে অসুবিধে কি?পড়া তো যায়ই।

যুক্তি প্রবণ বিশ্বাসী মানুষদের নিকট আজ আরিফ আজাদ একটি পরিচিত নাম।সাবলীল,প্রাঞ্জল ও যৌক্তিক লেখার মাধ্যমে বিশ্বাসী মানুষের মনে শক্ত জায়গা করে নেওয়া লেখকের নাম।তিনবছর আগে প্যারাডক্সিক্যাল সাজিদ লিখে কুড়ান অভাবনীয় জনপ্রিয়তা।সেই ধারা বজায় রেখে লেখক লিখে চলছেন বিশ্বাসী মানুষদের জন্য।তার প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদের মাধ্যমে তিনি তুলে এনেছেন সাজিদ চরিত্র কে।যে প্রথম জীবনে আস্তিক থাকলেও পরবর্তীতে নাস্তিকতার উপর ইমান নিয়ে বসে।সেই নাস্তিক সাজিদ পুনরায় তার স্ব-ধর্মে প্রত্যাবর্তন করে।

কিন্তু কেনো এই আস্তিক থেকে নাস্তিকতা আবার নাস্তিকতা থেকে চলে আস্তিকতার খেলা..?তা জানতে হলে বিজ্ঞ পাঠকদের পড়তে হবে সাজিদ সিরিজের প্রথম বই  “প্যারাডক্সিক্যাল সাজিদ”।সেখানে বিশ্বাসী মানুষদের পানে অবিশ্বাসীদের চ্যালেঞ্জ করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন লেখক।যার কারনে কুড়িয়েছেনও বিজ্ঞ জনদের প্রশংসা আর ভালোবাসা।প্যারাডক্সিক্যাল সাজিদ লেখার পর থেকেই গুঞ্জন উঠেছিল “প্যারাডক্সিক্যাল সাজিদ-২” নিয়ে।পাঠকদের লেখক হতাশ করেননি।গতবছর লিখে ফেললেন সাজিদ সিরিজের দ্বিতীয় বই।পূর্বের ধারা বজায় রেখেঔ বাজারে আসতেই বই শেষ।আগের মতোই উঠে এলো বেস্টসেলারের তালিকায়।এমন একটি বই  সম্পর্কে কি বলবো?অথবা কিভাবে বলবো তাই এখনো বুঝে উঠতে পারছি না!

তবুও কলম যখন ধরেছি তখন তো বলে যেতেই হবে!প্যারাডক্সিক্যাল সাজিদের মতোই এই বইয়েও লেখক চেষ্টা করেছেন অবিশ্বাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যেতে।অনেকখানি সফলও হয়েছেন।বেশ সুন্দরভাবে রেফারেন্স সহকারে লেখক বিভিন্ন তথ্য-উপাত্ত আর যুক্তির মাধ্যমে গেয়েছন বিশ্বাসী প্রাণের সুর।প্যারাডক্সিক্যাল সাজিদে কিছু তথ্যের ক্ষেত্রে আরিফ আজাদ ভুল করে গিয়েছেন।কিন্তু ২ পড়লে দেখা যায় লেখকের কঠোর শ্রম দিয়েছেন বইটির ক্ষেত্রে।

লেখক চেষ্টা করেছেন সুন্দরভাবে সব ব্যাখ্যা করতে।পড়ে ভালো লাগলো।অনেককিছুই নতুন জানতে পারলাম।নতুন শিখতে পারলাম।যেমন—ঈশ্বর কে নিয়ে নিউটনের ১২ সূত্রের কথা জানতে পারলাম বইটি পড়ে।এখন মনে হচ্ছে নিউটন যেকোনো সাধারণ মুসলমান থেকেও ভালো মুসলমান ছিলেন।যেমন বিজ্ঞানে তেমনি ধর্মীয় ক্ষেত্রেও তিনি সফল ছিলেন। আশা করা যায়,অবিশ্বাসীদের জন্য এই বইগুলো হয়ে উঠবে সত্য পথে ফেরার কারন।সবার হৃদমাঝারে একদিন উদিত হবে বিশ্বাসের সূর্য।চারদিকে শোনা যাবে বিশ্বাসের জয়গান।আল্লাহ সুবহানাহু তা’য়ালার কাছে তেমন আশা রেখেই শেষ করছি।বিশ্বাসী মানুষদের অবশ্যই পড়া উচিত এমন একটি বই।যারা নিজেদের ধর্ম সম্পর্কে জানতে চান,সত্য জানতেন  চান তাদের ব্যাক্তিগত সংগ্রহের তালিকায় থাকা উচিত।

আরও পড়ুন- প্যারাডক্সিক্যাল সাজিদ বই রিভিউ

error: Content is protected !!