একুশে বইমেলায় কাজী একরাম এর ৩ বই

বই : প্রাচ্যবাদ ও কুরআন

লেখক : কাজী একরাম

প্রকাশক : চৈতন্য

প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ

প্রকাশকাল : বইমেলা ২০২২

মুদ্রিত মূল্য : ২২০

সংগ্রহ : চৈতন্য, স্টল নম্বর : ৪৭-৪৮

মহাগ্রন্থ আল কুরআন নিয়ে প্রাচ্যবিদদের (Orientalist) সংশয় ও আপত্তি গুরুতর। বিস্তর অধ্যয়ন ও উন্নত বুদ্ধিবৃত্তির অধিকারী প্রাচ্যতাত্ত্বিক পণ্ডিতগণ তাদের বিশ্ববিখ্যাত গ্রন্থসমূহে আল কুরআনকে প্রশ্নবিদ্ধ করেছেন। এসব প্রশ্ন ও আপত্তির নিরসনে জ্ঞানপ্রাজ্ঞ আলোচনা কমই হয়েছে। বাংলা ভাষায় আল কুরআনের স্বপক্ষে প্রাচ্যবাদী সংশয়ের বিপরীতে দাঁড়িয়ে তরুণ চিন্তক কাজী একরাম এই গ্রন্থ রচনা করেছেন। মন্টোগোমারি ওয়াট, বেল কিংবা ম্যুরের মতো পণ্ডিতদের যুক্তি ও তর্কের মোকাবেলায় তার অবতারণা পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ। বইটির বিষয় উচ্চমার্গীয় হলেও ভাষা সাবলীল, সুখপাঠ্য।

 

বই : আধুনিকতা

লেখক:  প্রফেসর হাসান আসকারি

অনুবাদক : কাজী একরাম

প্রচ্ছদ : ফয়সাল মাহমুদ

প্রকাশক : নাশাত

মুদ্রিত মূল্য : ১৬০ টাকা

সংগ্রহ : প্রজন্ম, স্টল ৮

বইটি দুটি অংশে বিন্যাসিত। প্রথম অংশে, লেখক ইউরোপের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে এমন সমগ্রতা, সংক্ষিপ্ততা এবং শৃঙ্খলার সাথে বর্ণনা করেছেন, যেন বিন্দুতে সিন্ধুর বহিঃপ্রকাশ ঘটেছে। প্রথম অংশের  অধ্যায়গুলিতে লেখক গ্রিক ও রোমান যুগের এবং মধ্যযুগের বুদ্ধিবৃত্তিক প্রবণতা সম্পর্কে খুব সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন, তারপরে রেনেসাঁর পর ইউরোপে যত চিন্তানৈতিক, বুদ্ধিবৃত্তিক পরিবর্তন ঘটেছে, এবং যে দার্শনিকগণ জনপ্রিয়তা লাভ করেছেন, সেসব বিষয় হৃদয়গ্রাহী বিন্যাসে বয়ান করেছেন। প্রকাশরীতি এমন যে, অল্প কথায় সেসব দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলো স্পষ্ট হয়ে ওঠে এবং একই সাথে অন্তর্নিহিত ত্রুটিগুলোর প্রতিও ইঙ্গিত পাওয়া যায়। দ্বিতীয় অংশে এসেছে সেই বুদ্ধিবৃত্তিক ত্রুটিগুলোর ফিরিস্তি, যা আধুনিক পাশ্চাত্য চিন্তার প্রভাবে আধুনিক শিক্ষিতশ্রেণীতে ব্যাপক হয়ে উঠেছে এবং যার কারণে দ্বীনের সঠিক উপলব্ধি থেকে দিনে দিনে মানুষের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে।

 

বই : আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, (বা ইসলামি বিশ্বাসের স্বরূপ-সন্ধান)

মূল : সাইয়েদ সুলাইমান নদভি

ভাষান্তর : কাজী একরাম

প্রকাশনী : মেরিট ফেয়ার

প্রকাশকাল ২০২৩ ফেব্রুয়ারি

প্রচ্ছদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম

মুদ্রিত মূল্য ১৫০ টাকা

সংগ্রহ: মেরিট ফেয়ার, স্টল : ৩৫১-৩৫৩

রাসূল সা.-এর ওফাত-পরবর্তী সময়ে উদ্ভূত নানা পরিপ্রেক্ষিতে ইসলামের বিশ্বাসের মধ্যে নানাবিধ বিচ্যুতি, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার বৈরী প্রভাব পড়েছে মুসলিম উম্মাহর বৃহত্তর ব্যবহারিক জীবনে। কিন্তু তা সত্ত্বেও কুরআন ও হাদীসের খোদায়ি সুরক্ষার সুবাদে আজও যথাবৎ অক্ষুণ্ণ আছে ইসলামের নির্দেশিত শুদ্ধ-সরল বিশ্বাস এবং প্রকৃত কর্মপন্থা, যার হুবহু অবলম্বন ও অনুসরণই নিশ্চিত করতে পারে বর্তমান বহুধা-বিভক্ত, দিকভ্রান্ত মুসলিম জাতির ইহ-পারলৌকিক সাফল্য ও মুক্তির সম্ভাবনা।

এই গ্রন্থে সাইয়েদ সুলাইমান নদভি ইসলামি আকীদা-বিশ্বাসের সেই শুদ্ধ-সরল মানচিত্রটি উপস্থাপনের এবং সেই প্রকৃত কর্মপন্থা প্রদর্শনের প্রয়াস পেয়েছেন। অত্যন্ত সংক্ষিপ্ত ও সারগর্ভ বয়ানে তিনি এতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ’র স্বরূপ বিশ্লেষণ, এর ঐতিহাসিক নিরূপণ, প্রচলিত কালামি মাসলাক-মতবাদ ও দ্বীনি আকীদার আদি মূলনীতির তুলনামূলক অধ্যয়ন এবং আকল ও নকলের প্রয়োগ-নীতির ব্যাখ্যা হাজির করেছেন, যা হৃদয়ঙ্গম করা বহু ধর্ম-বিশ্বাস ও বিচিত্র ভাবধারার মধ্যে বসবাসকারী বাংলাভাষী মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য বলে আমরা মনে করি।

Similar Posts