একগুচ্ছ ছড়া- সাবিনা সিদ্দিকী শিবা
১.
ভোর হয়েছে আঁখি মেলো,
দেখও চেয়ে আলো।
বিজয় মাসে দূর করও,
মনের যত কালো।
বিজয় মাসে চারদিকে,
আনন্দের কলতান।
চেয়ে দেখও বাজছে শুনি,
বিজয়ের নতুন গান।
বলতো আজ এতো আনন্দ,
কোন বুকেতে রাখি।
মেঘ মালাদের সঙ্গে নিয়ে।
শোনাচ্ছে গান পাখি।
বিজয়ের এই নতুন আলো,
অঙ্গে সবাই মাখি।
নতুন বাংলাদেশের ছবি,
মানচিত্রে আঁকি।
২.
শীতের হাওয়া লাগছে আজ,
কুহু পাপিয়াদের বনে।
প্রজাতির উৎপত্তি এখন থেকে,
ফুলের মধুর সনে।
হিম হিম শীতের বুড়ি,
ঠান্ডা হাওয়ার কাঁপে
দিনে আলো আসতে তখন,
পোহায় রোদের তাপে।
লাগছে কাঁপন শীতের দিনে,
পথশিশু গায়ে।
ঠকঠকিয়ে কাঁপছে গ্রামাঞ্চলে,
সবাই খালি পায়ে।
শীতের দিনে আসলে হয়,
পিঠে খাওয়ার ধুম।
মা, মাসিরা ব্যস্ত তাই,
নেইতো চোখে ঘুম।
৩.
শীত মানেই নতুন নতুন,
সবুজে ভরা মাঠে।
বিক্রেতাদের হাঁকডাক,
ভোরে রাস্তা ঘাটে।
শীত মানেই টাটকা সব,
শীতের শাক সবজি।
খায় সবাই আয়েশ করে,
ডুবিয়ে হাতের কবজি।
শীত মানেই খেজুরের রসের,
মন মাতানো ঘ্রাণ।
এই নিয়মে বাংলাদেশ,
অযুত নিযুত প্রাণ।
শীত মানেই পলাশ শিমুল আর,
গাদা সরিষা ফুল।
গাছের ডালে থোকায় থোকায়,
মিষ্টি মিষ্টি কুল।
৪.
রাত নিঝুমে ঘুমের দেশে,
হারায় যখন সব।
খেলা নিয়ে খেলাপ্রেমরা,
করে কলরব।
বিশ্বকাপে মাতোয়ারা,
কাঁপছে পুরো বিশ্বটা।
পথে ঘাটে,শহরে গ্রামেও,
দেখছি একই দৃশ্যটা।
চায়ের কাপে, টেবিলে টেবিলে,
বিশ্বকাপে ঝড়।
মনে হচ্ছে খেলা পাগলদের,
নেই তো বাড়ি ঘর।
কেউ মাতে নেইমার আর,
কেউ মাতে মেসি।
সব দলের করতালি দিচ্ছে,
যাদের সার্পোটার বেশি।
বিশ্বকাপ ফুটবল বিনোদন,
রাখবে মনে সবে।
অন্ধত্বের জোরে কিল ঘুষি,
মারছে কেন তবে।
৫.
পথের পাশে খালি গায়ে,
ঘুরছে আজি যারা।
তারা টোকাই খালি পায়ে,
ঘুরছে দেখও তারা।
নাই তাদের বাড়ি-ঘর,
নাই সহায়সম্বল।
নাই গায়ে গরম কাপড়,
নাই লেপ কম্বল।।
আসুন যাদের টাকা আছে,
একটু বাড়াই হাত।
বাঁচুক সবাই তীব্র শীতে,
উষ্ণতা কাটুক রাত।
নিজে নিজের সাধ্য মতো,
আসুন পাশে দাঁড়াই।
ওদের মাথায় শান্তনার হাত,
আসুন একটু বাড়াই।
৬.
শীতে কাঁপছে গ্রামাঞ্চলে,
শীতের কাবু লোক।
আমরা সব দিয়ে পালন করি,
অসহায়দের শোক।
সাধ্য মতো সব কিছু দেই,
যখন যেটা লাগে।
আগে রাখি নিজেরদের জন্য,
এবং আমার ভাগে।
কেউ না পেলে কি আসে যায়,
আমি সবার নেতা।
আমার কাজের জবাবদিহি চায়,
এমন সাহসি কেতা?
আরও পড়ুন- একগুচ্ছ প্রেমের কবিতা